বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'রাজনৈতিক উদ্দেশে চরিত্র হননের জন্য গুলশানের বাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে।'
সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
মওদুদ আহমদ বলেন, 'দুদক নীতিমালায় বলা আছে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনার আগে অভিযুক্তকে লিখিতভাবে জানাতে হবে। এরপর অভিযুক্ত ব্যক্তি লিখিতভাবে অভিযোগের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু আমাকে কোনো ধরণের নোটিশ না দিয়ে দুদক চার্জশিট অনুমোদন করেছে।'
চার্জশিটের প্রতিটি অভিযোগ 'মিথ্যা, ভিত্তিহীন ও ভূয়া' বলে অভিযোগ করেন তিনি।
মওদুদ বলেন, ‘গুলশানের ওই বাড়িটির মালিক ছিলেন অস্ট্রিয়ান নাগরিক মিসেস ইঙ্গে ফ্লাটস। আমি শুধু তার একজন আইনজীবী ছিলাম। অস্ট্রিয়ান সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ১৯৮০ সালে এই বাড়িটি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে তাকে ফিরিয়ে দেন। তখন আমি সরকারী ক্ষমতায় ছিলাম না।’
তিনি বলেন, 'এরপর ২০০৫ সালের ১৫ ডিসেম্বর হাইকোর্টের রায়ের ভিত্তিতে রেজিস্ট্রি করা দলিলের মাধ্যমে লন্ডনে বসবাসরত আমার ভাই মনজুর আহমদ এই বাড়ির মালিক হন।'
তিনি আরও বলেন, 'হাইকোর্টের রিট নম্বর ৩৮৩৬/২০১০-এ প্রদত্ত আরেকটি রায়ে বলা হয়েছে- বাড়িটি কোনো পরিত্যক্ত সম্পত্তি নয় এবং বাড়ির উপর সরকারের কোনো মালিকানা নাই। সুতরাং বাড়িটি আমার ভাই মনজুর আহমদের।'