চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টায় নীলাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদের আদালতে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন।
২০১৩ সালে সংঘটিত জুয়েল হত্যা মামলায় গত ২৬ মে সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলেও আদালত তিন দিন মঞ্জুর করেন। আজ তিনদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাত খুনের ঘটনায় গত ১৮ মে নীলাকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেয় ডিবি পুলিশ।