কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি ফরম নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত তিন কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সোয়া একটার দিকে নগরীর কান্দিরপাড়ার ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ক্যাম্পাসে ভর্তি ফরম নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহত ছাত্রলীগ কর্মীর নাম আহসান হাবীব সুমু (৩০)। সুমু কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহার উদ্দিনের ভাতিজা বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া একটার দিকে ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক শাখায় ভর্তি ফরম নেয়াকে কেন্দ্র করে সদর আসনের এমপি হাজী বাহার সমর্থিত ছাত্রলীগ নেতা জহিরুল কাইয়ুম রিন্টু ও রাসেল গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে সংঘর্ষ নগরীর মনোহরপুর সোনালী ব্যাংক এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রিন্টু গ্রুপের কর্মী আহসান হাবীব সুমু গুরুতর আহত হয়। পরে সুমুকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মহিউদ্দিন মাহমুদ বলেন, কি নিয়ে সংঘর্ষ হয়েছে এখনও পরিস্কার নয়। তবে এ ঘটনায় সুমু নামে যুবক নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন বলে শুনেছি।