কুমিল্লায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সরকার দলীয় স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের এক ভাতিজা নিহত হয়েছেন। নিহত আহসান হাবীব সমু (৪০) এমপি বাহারের চাচাতো ভাই মৃত ওমর ফারুকের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের মুন্সেফ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভর্তি নিয়ে ছাত্রলীগের সালেহ আহমেদ রাসেল ও জহিরুল ইসলাম রিন্টুর গ্রুপের মধ্যে দুপুরে ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিক শাখায় সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে তা পাশের মুন্সেফ বাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে। রাসেল গ্রুপের কর্মীরা রিন্টু গ্রুপের প্রিয়ম চক্রবর্তী পিংকুকে তার বাসায় গুলি করতে এলে পাশের বাসার সমু তাদের বাধা দেয়। এ সময় তাকে গুলি করা হয়। গুরুতর আহত সমুকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পিংকুও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত সমু গার্ড বাংলাদেশ নামের একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার পরিচালক।
রাসেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর রিন্টু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ছিলেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি খোরশেদ আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সালেহ আহমেদ রাসেল ও জহিরুল ইসলাম রিন্টুর গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।