বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে নির্দলীয় সরকারের দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে জিয়ার সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, 'সরকারের সু-বুদ্ধির উদয় হলে নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবে।'
তিনি সারাদেশে গুম, খুন, অপহরণের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্ববান জানান।