জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, 'বিএনপি নেতা খালেদা জিয়া জঙ্গিবাদ লালন পালনের নেতৃত্ব দিচ্ছেন।'
আজ শুক্রবার দুপুরে জাসদের ঢাকা বিভাগীয় প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইনু বলেন, 'খালেদা জিয়া যতদিন জঙ্গিবাদ-রাজাকার বর্জন না করবেন ততদিন তার সঙ্গে রাজনৈতিক সংলাপে বসতে একমত হবে না কেউ। এসব ত্যাগ করতে পারলেই নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা হতে পারে।'
তিনি বলেন, '৫ জানুয়ারির নির্বাচনের পর মহাজোটের শরীক জাসদ ধারাবাহিক ভাবে প্রতিনিধি সভার আয়োজন করছে। এসব সভার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়নে জাসদের ভূমিকা নির্ধারণ করা হবে।'
দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এই প্রতিনিধি সভায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার জাসদ নেতা উপস্থিত রয়েছেন।
এতে বক্তব্য রাখেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, শিরিন আক্তার এমপি ও কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা।