আকাশে ওড়ার ৪৫ মিনিট পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যারাবিয়ানের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। ১৩৪ জন যাত্রী নিয়ে শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে শারজাহগামী এই উড়োজাহাজ। এর ৪৫ মিনিট পর বিমানটি ফের বিমানবন্দরে অবতরণ করে বলে ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমান জানান।
“টেকনিক্যাল কারণে বিমানটি অবতরণ করেছে বলে বিমান কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে,” বলেন তিনি। পরে বেলা ১২টা ৪২ মিনিটে উড়োজাহাজটি ফের উড্ডয়ন করে বলে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কন্ডার নূরই আলম জানান। তিনি বলেন, ১০ হাজার মিটার উপরে উঠার পর পাইলট উড়োজাহাজের কেবিনে ‘প্রেশারাইজেশন’ সমস্যা দেখতে পান। “ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে। একারণে কেবিনের ভেতর বায়ুচাপ স্বাভাবিক রাখতে হয়। কিন্তু ওই সমস্যার কারণে তা স্বাভাবিক ছিল না। তাই বিমানটি জরুরি অবতরণ করে।”
সমস্যা সমাধানের পর ফ্লাইটটি ফের ছেড়ে যায় বলে জানান তিনি।