যশোরে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবু তাহের (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আবু তাহের যশোর শহরের ঝুমঝুমপুর নিরিবিলি পাড়ার সোনাউল্লাহ মিয়ার ছেলে। আবু তাহেরের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও ৭/৮টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন দাবি করেন, শুক্রবার ভোর রাতের দিকে পুলিশের একটি দল সদর উপজেলার হামিদপুর ময়লাখানা এলাকায় অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ও বোমা ছোড়ে। বোমার স্প্লিন্টারে পুলিশ কনস্টেবল আরিফুল ইসলাম ও শামিম হোসেন আহত হন। এসময় পুলিশ পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবু তাহেরকে আটক করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার দুই ঘন্টা পর মারা যান তিনি।
রেশমা শারমীন দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই কেজি গাঁজা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।