বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘অশালীন’ ভাষায় বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফকে সোজা পথে আসার আহ্বান জানাল ছাত্রদল।
শুক্রবার ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আওয়ামী রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসা এই ব্যক্তি কুষ্টিয়া সীমান্ত অঞ্চলের চোরাকারবারিদের সঙ্গে জড়িত ছিলেন। ঢাকার রাজনীতিতে এসেও তিনি চুরির অভ্যাস ছাড়তে পারেননি। তাই আওয়ামী দুঃশাসনের পাঁচ বছরের অধিক সময়ে তিনি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ চুরি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন।’
নেতৃদ্বয় বলেন, ‘জনগনের কাছে ধিকৃত হানিফ তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলে আলোচনার কেন্দ্রে আসতে চাচ্ছেন।’