নিহত বিজিবির সুবেদার মিজানুরের লাশ হস্তান্তরের পরেও সীমান্তে উত্তেজনা কমেনি। সবোর্চ্চ সর্তক অবস্থায় রয়েছে দু'দেশের সীমান্ত রক্ষীবাহিনী। এলাকা থেকে পালিয়ে যাওয়া আতঙ্কিত লোকজন আজ রবিবার পর্যন্ত ঘরে ফিরে আসেনি।
কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান জানান, নিহত বিজিবি সদস্য মিজানুরের লাশ পাইংছড়ি বিওপি থেকে আজ দুপুর ১টায় নাইক্ষংছড়ি সদরে আনা হবে। ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আগামীকাল জানাযা শেষে লাশ হেলিকপ্টারযোগে তার নিজ বাড়িতে পাঠানো হবে।
এদিকে, জিরো পয়েন্টের খুব কাছাকাছি মিয়ানমারের সীমান্ত রক্ষীবাহিনী ভারী অস্ত্র নিয়ে টহল অব্যাহত রেখেছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সীমান্তে টহল জোরদার করেছে।
অপরদিকে, রাত হলেই লোকজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তবে নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়েত হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের লোকজনের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছি।