নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বির মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার। আজ রবিবার রিটার্নিং অফিসার মীর সারোয়ার মোর্শেদ এই আদেশ দেন।
রিটার্নিং অফিসার বলেন, রাব্বির প্রতিষ্ঠান সাইন নিটওয়্যার সোনালী ব্যাংক থেকে ১৯ কোটি ৪০ লাখ ১০৪ টাকা নিয়ে ঋণ নিয়ে খেলাপ করেছে বলে বাংলাদেশ ব্যাংক চিহ্নিত করেছে। সোনালী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকেও এ ব্যাপারে লিখিত দেয়া হয়েছে।
এছাড়া নতুন প্রার্থী হিসেবে রফিউর রাব্বির জমা দেয়া এক শতাংশ ভোটারের তালিকার মধ্যে ১০ জনকে বাছাই করে তাদের কাছে সমর্থন দেয়ার কথা জানতে চাইলে দুজন সমর্থনের কথা অস্বীকার করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।