ফেনী মডেল থানা পুলিশের ছয় উপ-পরিদর্শককে (এসআই) বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ মে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান একরামুল হক একরাম (৪৭) হত্যাকাণ্ডের পর থেকে প্রশাসনে রদ-বদলের গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ এসআই আলমগীরকে পরশুরাম থানায়, এরশাদকে ফুলগাজীতে, গোলাম হাক্কানীকে ছাগলনাইয়ার ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রে, মো. মেসবাহ উদ্দিনকে সোনাগাজী আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রে, জোবাইদুর নাহারকে সোনাগাজীতে এবং এসআই ফারুকুল ইসলামকে ফুলগাজী থানায় বদলি করা হয়েছে।
এদের মধ্যে এসআই এরশাদ, গোলাম হাক্কানী ও মো. মেসবাহ উদ্দিন একরাম হত্যাকাণ্ডের বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।
ছয় কর্মকর্তাকে বদলি করার কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক কাজের সুবিধার্থে ও জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে।