বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
জাপান সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকা সংবাদ সম্মেলনে বিএনপি প্রসঙ্গে দেয়া বক্তব্যের জবাব দিতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ রবিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত জাপান সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'ইলেকশনে না এসে বিএনপি নিজেই পচে গেছে। আমরা এখন বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখছি। না হলে তাদের এতো কথা আসে কোত্থেকে?'