বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় খাবার বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ১২টায় আসার পর খাবার বিতরণ শুরু হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজিমপুর বটতলা স্কুল মাঠ থেকে তৃতীয় ও শেষ দিনের খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন। রাজধানীর ২২টি স্থানে রবিবার দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ করবে। এরমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিতরণ করবেন কামরাঙ্গীর চর, লালবাগ চৌরাস্তা, সদরঘাট, সএদক হোসেন খোকা মাঠ, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি ফারুক স্মরণী এলাকায়।
এছাড়া বিএনপি নেতা মির্জা আব্বাস বিতরণ করবেন, জুরাইন আলম মার্কেট, শ্যামপুর, ধলপুর, বাসাবো মাঠ, খিলগাঁও এলাকায়।
বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ বিতরণ করবেন গুলশান-২ ডিসিসি মার্কেট। নজরুল ইসলাম খান বিতরণ করবেন পোস্তগোলা, লোহারপুল, কাঠের পুল এলাকার দরিদ্র মানুষের মধ্যে এই খাবার বিতরণ করা হবে।