স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'ভুল বোঝাবুঝি থেকে সীমান্তে বিজিবির সঙ্গে মিয়ানমার সীমান্ত রক্ষা বাহিনীর গোলাগুলি হয়েছে। বর্তমানে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।'
আজ রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত একটি সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'আমরা ধারণা করছি, তারা (মিয়ানমার) ভাবছে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন আমাদের দেশের নাইক্ষ্যংছড়ি এলাকায় অবস্থান করে তাদের ওপর হামলা চালায়। এই ভুল বুঝাবুঝি থেকে এ গোলাগুলির ঘটনা।'
বিজিবি সদস্য নিহতের প্রতিবাদ জানানো এবং ক্ষতিপূরণ চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'ফ্লাগ মিটিযেং আমারা এ ঘটনার তীব্র প্রতিবাদ করেছি। সামনের মিটিংয়েও এ বিষয়ে কথা বলবো।'
বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, 'বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই সব এলাকায় বসবাসকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।'