বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'প্রধানমন্ত্রীর ফরমালিনের শাসনামল জনগণের জন্য ঝুঁকিপূর্ণ।'
আজ রবিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপিকে তিনি ফরামালিন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এর জবাবে আমরা বলতে চাই, তার শাসনামলই হচ্ছে ফরমালিনের যুগ। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ সব জায়গায় তারা দক্ষভাবে এই ফরমালিন প্রয়োগ করে চলেছে।'
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, 'বিএনপি কারো দয়ায় চলে না। জনগণের ভালবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে চলছে।'
‘আত্মম্ভরিতা’ ছেড়ে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তাহলেই প্রমাণ হয়ে যাবে- কারা জনপ্রিয়, আর কারা জনবিচ্ছিন্ন।