ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাসুদ (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল রবিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্দ জনতা মহাসড়ক অবরোধ করে রেখেছিল।
নিহত মাসুদ উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাসুদ মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে থামিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মাসুদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে উপযুর্পরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মাসুদ মারা যায়।
এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে একজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।