মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মোবারক হোসেনের মামলার রায় দেওয়া হবে যেকোনো দিন। সোমবার মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষ হলে রায় ঘোষণা অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
সোমবার আইনি পয়েন্টে আসামিপক্ষের যুক্তিতর্কের জবাবে অধিকতর ও সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। এরপর মামলাটির রায় যেকোনো দিন ঘোষণা করে হবে বলে জানিয়ে অপেক্ষমাণ রেখে দেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।