বিএনপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, 'সরকারের মন্ত্রী-এমপি ও দলের লোকেরা পাবনা মানসিক হাসপাতালের তালা ভেঙে পালিয়ে আসা পাগলদের মতো বক্তব্য রাখছেন।'
‘তারেক রহমানের জন্ম এদেশে নয়, বিদেশে’- আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এমন বক্তব্যের প্রতিবাদ করে রিজভী বলেন, 'প্রধানমন্ত্রীর ক্ষতি করার জন্য তার আশেপাশের মন্ত্রী-এমপি ও দলীয় নেতারা অহরহ কুরুচিপূর্ণ বক্তব্য ও জিয়াউর রহমান-তারেক রহমানকে গালাগালি দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমরা আশাও করতে পারি না।'
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, 'আমরাও প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের সমালোচনা করি। কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলি না।'