মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের দেওয়া বিশেষ সম্মাননা পুরস্কারে (ক্রেস্ট) স্বর্ণ কম দেওয়ার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, স্বর্ণ জালিয়াতির মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তে শ্রীঘ্র মাঠে নামবে দুদকের বিশেষ দল।