দুর্বৃত্তরা কুষ্টিয়ার মিরপুরে মামুন গাজী (৩৫) নামে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে রবিবার দিবাগত রাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মামুন গাজী ওই গ্রামের মৃত আমজাদ গাজীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার জিহাদ আলীকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, রাতে জানালা দরজা বিহীন নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মামুন। এসময় তিন/চারজন দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মামুনকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে হাসপাতালে নেওয়া আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।