সোনালী ব্যাংক হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে আরও একটি অর্থঋণ মামলা দায়ের করেছে ।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ঢাকার প্রথম অর্থঋণ আদালত মো. রবিউজ্জামানের আদালতে এ মামলা দায়ের করেন।
সোনালী ব্যাংকের অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন বলেন, 'হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠান বেবি ফ্ল্যাটবেড প্রিন্টিং লিমিটেড ও এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। এটি হচ্ছে হলমার্ক গ্রুপের কাছে টাকা আদায়ের জন্য সোনালী ব্যাংকের ১৫তম মামলা।'
বাদি আব্দুস সালাম বলেন, চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত হলমার্ক বেবি ফ্ল্যাটবেড প্রিন্টিং লিমিটেড কাছে সুদসহ ১৩ কোটি ৬২ লাখ ৮ হাজার ৮২৩ টাকা খেলাপী ঋণ আদায়ের জন্য এ মামলা দায়ের করা হয়।