জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিজে খেলেন রাজকীয় ভোগ। আর সাংবাদিকদের হাতে ধরিয়ে দেয়া হলো পলিথিনের মধ্যে এক ছটাক মুড়ি, কাগজের ঠোঙ্গায় ছোলা, একটি পিয়াজু ও ছোট একটি কলা।
কিন্তু হাফ লিটার পানির বোতল যখন ভাগ করে খেতে বলা হলো, তখন আর মুখ না খুলে পারলেন না সাংবাদিকরা। একযোগে প্রতিবাদ মুখর হয়ে উঠলেন তারা। একজন বলে উঠলেন, ‘আমাদের কি ভিক্ষুক পেয়েছেন। পলিথিনের ঠোঙ্গায় খাবার দিচ্ছেন। দাওয়াত না দিলেই পারতেন। কে বলেছিলো ফোন করে ডাকতে ‘অন্যরা একযোগে বলে উঠলেন, ‘এই চল, এদের ইফতার খাব না।’ যেই কথা সেই কাজ একযোগে বেরিয়ে গেলেন সবাই।
সোমবার অনুষ্ঠানটির আয়োজন করা হয় রাজধানীর পর্যটন মোটেলের মালঞ্চ রেস্তোরাঁয়। রেস্তোরাঁর একজন বয় জানায়,‘আমাদের করার কিছুই নেই। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে সাংবাদিকদের ঠোঙ্গায় দিতে। তারা বাইরে গিয়ে খাবে। সে জন্য তাদের জন্য চেয়ার দেওয়া হয়নি।’