ঢাকা সিএমএম আদালতসহ অন্যান্য আদালতে লিফটের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা আইনজীবী সমিতি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মোহসীন মিয়ার নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর ১ ঘণ্টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম, ট্রেজারার মো. শামসুজ্জামানসহ সমিতির নেতারা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন। এছাড়া সাধারণ আইনজীবীরা কর্মসূচিতে যোগ দিয়েছেন।
ঢাকার সিএমএম আদালতসহ অন্যান্য আদালতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত ছোট লিফট রয়েছে। আদালতের ব্যস্ত সময়ে লিফটের জন্য এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত লাইনে দাড়িয়ে থাকতে হয়।
ঢাকা সিএমএম আদালতের সহকারী নাজির মাসুদ আহমেদ জানান, আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই সিএমএম আদালতে একটি কার্গো লিফট সংযোজনের ঘোষণা দিয়েছেন।
ইতোমধ্যে সিএমএম আদালতের নতুন ভবনে জরুরি ভিত্তিতে লিফট স্থাপনের জন্য এক কোটি এক লাখ টাকা ছাড়ে সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।
নতুন অর্থবছরেই নতুন লিফটটি স্থাপনের কাজ শুরু ও শেষ হবে। এই নতুন লিফটটি এক সঙ্গে কমপক্ষে ২৫ জনকে বহন করতে পারবে এবং এটি অনেক বেশি দ্রুত গতি সম্পন্ন হবে।