'বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হযনি। এটি ইনকাম ট্যাক্স আইনেই আছে। আমি নতুন করে কিছু করিনি। যারা এসব নিয়ে কথা বলে তারা অল আর রাবিশ। ইট ইজ আটার্লি ননসেন্স' বললেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ মঙ্গলবার সকালে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে বৈঠক শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশে কালো টাকার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি ঠিক করেছি, রিয়েল স্টেটসে স্কয়ার ফুট অনুযায়ী জরিমানা দিয়ে বিনিয়োগ করা যাবে। এটিও আইন অনুযায়ী।'