পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নুর হোসেনকে ভারত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে। জাতীয় পার্টির এমপি পীর ফজলুর রহমান মিসবাহর (সুনামগঞ্জ-৪) সম্পূরক প্রশ্নে জবাবে সংসদে তিনি এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে আজ বুধবারের বৈঠকে পীর মিসবাহ পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেন অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতের একটি কারাগারে আটক রয়েছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় আইনও আছে। দেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডের খুনি নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে কিনা? জবাবে মাহমুদ আলী বলেন, অতি সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করেছেন। তার সঙ্গে আমরা আলোচনা করেছি। তাকে (নূর হোসেনকে) ফিরিয়ে আনার বিষয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি।