শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ইতালির পালেরমো শহরে সামাজিক ব্যবসা চালুর আমন্ত্রণ জানানো হয়েছে। শহরটির মেয়র সিনেটর লিওলুকা অরল্যান্দোর সঙ্গে তার কার্যালয়ে গত শুক্রবার বৈঠক করেন ইউনূস। এ সময় তাকে এই আমন্ত্রণ জানান মেয়র। খবর ইউএনবির।
ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সালভাতোর অরল্যান্দো ও কাউন্সিলের সংস্কৃতিবিষয়ক প্রেসিডেন্ট আধম দারাওশ্ব প্রমুখ। এ ছাড়া তিনজন নির্বাচিত বাংলাদেশি কাউন্সিল সদস্যও এতে অংশ নেন।
বৈঠকে অধ্যাপক ইউনূসের সামাজিক ব্যবসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মেয়র।