গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া পল্টন থানার ১৩(৩)১৩ নম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি ২৪ আগস্ট, একই থানার ৪(৩)১৩ নম্বর মামলার অভিযোগ ৩ সেপ্টেম্বর এবং শাহজাহানপুর থানার ৩(৩)১৩ নম্বর মামলার অভিযোগ গঠনের শুনানি ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান ও হাবিবুর রশীদ হাবীবসহ ৩০ নেতাকর্মী আদালতে হাজিরা দেন। কিন্তু আদালতে অধিকাংশ নেতাকর্মী হাজির না হওয়ায় বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করে।