বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ আইন-শৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে ১১ জনের টিম নিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক খেলার মাঠে আসার আহবান জানালেন।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘ফ্রি থিংকারস ফোরাম’ (এফটিএফ) আয়োজিত ‘গাজায় ইসরাইলী বর্বরতা : নীরব বিশ্ব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
হান্নান শাহ বলেন, 'রাজনীতির মাঠে যদি ফুটবল খেলতে চান তাহলে আসেন। আমরা মাঠে ১১ জনকে নিয়ে খেলতে চাই। আপনারাও (আওয়ামী লীগ নেতৃবৃন্দ) ১১ জন নিয়ে মাঠে নামুন। আইন-শৃঙ্খলা বাহিনী ছাড়া আসুন।'
বর্তমান আওয়ামী লীগের সমালোচনা করে হান্নান শাহ বলেন, 'এখনকার আওয়ামী লীগ ভোটডাকাত হিসেকে পরিচিত। ‘সেই আওয়ামী লীগ’ (বঙ্গন্ধুর আওমী লীগ) মরে গেছে।'
তিনি বলেন, 'গণবিরোধী সরকার হটাতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের আন্দোলন শুরু হবে, সত্য ও ন্যায়ের বিজয় হবে।
উন্নয়নের নামে হানিফ ফ্লাইওভার নিয়ে দুর্নীতির অভিযোগও তোলে ধরেন হান্নান শাহ।