মুসা বিন শমসেরকে নিয়ে তথ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ টেলিভিশনে তোলপাড়। সরকারের তথ্য মতে তিনি একজন বির্তকিত ব্যক্তি । তাকে বিটিভিতে কেন উপস্থাপন করা হলো তা তদন্ত করতে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
তথ্য মন্ত্রনালয় ও বিটিভি সূত্রে জানা গেছে,পবিত্র ঈদুল ফিতরের আগের দিন রাত সাড়ে ৮ টায় 'চাঁদ আনন্দ' একটি অনুষ্ঠান প্রচারিত হয়। ঐ অনুষ্ঠানে মুসা বিন শমসেরকে একজন কৃতি বাঙ্গালী হিসেবে উপস্থাপন করা হয়। শুধু ঐ অনুষ্ঠানেই নয়, অনুষ্ঠানে সম্প্রচারের আগে বিটিভির সংবাদেও দুইবার প্রচার করা হয়। এ নিয়ে তথ্য মন্ত্রনালয় ও বিটিভিতে তোলপাড় সৃষ্টি হয়েছে । কারন সরকারের তথ্য অনুযায়ী মুসা বিন শমসের মুক্তিযুদ্ধের বিরোধী বির্তকিত একজন ব্যক্তি । মুক্তিযুদ্ধের বিরোধী ব্যক্তিকে কেন কৃতি বাঙ্গালী হিসাবে উপস্থাপন করা হয়েছে তা তদন্ত করার জন্য তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমকে আহ্বায়ক ও গাজী মো: আলী আকবরকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৪ আগষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। বিটিভির মূখ্য বার্তা সম্পাদক ও অনুষ্ঠানটির প্রযোজক নুর আনোয়ার হোসেনকে এরিমধ্যে কারন দর্শানোর চিঠিও দিয়েছে তথ্য মন্ত্রনালয়।