বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অনিয়ম নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলেছে সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা পত্রিকায় প্রকাশিত বিটিসিএলের অনিয়ম দূর্নীতির খবরে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিটিসিএল এখন দুর্নীতিবাজ কর্মকর্তাদের দখলে চলে গেছে। এসময় মন্ত্রনালয় বিটিসিএল'র পক্ষে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলে পরবর্তী সভায় সকল ব্যাখ্যা প্রতিবেদন আকারে কমিটির কাছে উপস্থাপন করতে বলা হয়।
সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া কমিটি অবৈধভাবে পরিচালিত ভিওআইপি বন্ধে বিটিএল'র শিথিলতায় উদ্বেগ প্রকাশ করে আইনের প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ করেছে।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শত্তকত আলী। বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল ওদুদ, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার অংশ নেন। ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে কমিটির বেশ কয়েকজন সদস্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারিদের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে আসেন। তারা বলেন, কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে বেসরকারি কোম্পানির গ্রাহকসংখ্যা যখন বাড়ছে তখন বিটিসিএল'র গ্রাহক সংখ্যা কমছে। তারা সরকারি সেবার নামে জনগনের অর্থ লুটে নিচ্ছে। কমিটি টেলিটকের গ্রাহক সংখ্যা আরো বাড়াতে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে।