মুন্সীগঞ্জের মাওয়ায় দুই শতাধিক যাত্রী নিয়ে লঞ্চ পিনাক-৬ ডুবে যাওয়ার আট দিন পরও নৌযানটির অবস্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। মাওয়ায় পদ্মা রেস্টহাউসে আজ সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল। তবে ভাটি অঞ্চলের জেলাগুলোতে লাশ ভেসে উঠলে এর উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সম্মেলনে জানানো হয়।
এর আগে শনিবার প্রেসব্রিফিং করে জেলা প্রশাসক নদীর তলদেশে পাওয়া একটি ইমেজ বস্তুকে ঘিরেই উদ্ধার কার্যক্রম চালানো হবে বলে ঘোষণা দিয়েছিলেন। বলা হয়, এই উদ্ধারকার্যক্রম চালাবেন কেবল চট্টগ্রাম নৌবন্দরের শনাক্তকারী জাহাজ জরিপ-১০ ও কাণ্ডারি-২। নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, দমকলবাহিনী, কোস্টগার্ডসহ বাকি সবাইকে উদ্ধার কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়।