ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ফের তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ফিলিস্তিনি নাগরিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে কূটনৈতিক উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বৈঠকে একক্যাপ প্রণীত ‘স্থলবন্দর উন্নয়নে আন্তঃসরকার চুক্তি’ স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।