আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর উদ্দেশে বলেছেন, 'মন্ত্রী হলে সংযমী হতে হবে। চট করে উত্তেজিত হলে চলবে না। একদিন গালমন্দ করে পরের দিন দুঃখ প্রকাশ করলে হবে না।'
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্ননেসা মুজিবের জন্মবার্ষিকী ও সমকালীন রাজনীতি নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, 'গণমাধ্যম হল রাষ্ট্রের চতুর্থ অংশ। এটি বাদ দিয়ে রাষ্ট্র পরিচালিত করা সম্ভব নয়। তাই গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের কথা বলতে হবে।'
জাতীয় সম্প্রচার নীতি প্রসঙ্গে তিনি বলেন, 'এটি ভালো কাজ। তবে এটি নিয়ে আমার ভয়। অসময়ের কাজ ও সময়ের কাজের মধ্যে পার্থক্য আছে। সংঘাতপূর্ণ রাজনীতিতে এটি (সম্প্রচার নীতিমালা) কতটুকু কার্যকর হবে তা ভেবে দেখা দরকার। এটা নিয়ে দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।'
রাজনীতিতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, 'গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ সব প্রতিষ্ঠান তৈরি হতে যুগ যুগ লাগে। এ প্রতিষ্ঠানগুলোকে চোখের মণির মতো রক্ষা করতে হবে। নিজের আন্দোলনে গর্বিত হবেন, আর অন্যের আন্দোলনকে পদদলিত করবেন এটা আওয়ামী লীগের সংস্কৃতি নয়।'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, 'আপনাকে রাজনীতি সম্বন্ধে আরও সচেতন ও সজাগ হতে হবে। একটি নির্বাচনের ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেছে বলে আমি মনে করি না। রাজনীতিতে সহনশীল ও পরিশীলিতভাবে কথা বলতে হবে। উগ্র ও দায়িত্বহীন রাজনীতি থেকে আপনাকে সরে আসতে হবে।'
লঞ্চডুবির ব্যাপারে একটা কমিশন করার মাধ্যমে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ও কার্যকর ঘোষণা আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, 'ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজ পর্যন্ত যত লঞ্চডুবির ঘটনা ঘটেছে তার একটিও মেরিন আদালতে বিচার হয়নি। বিএনপির কোকো ডুবেছে বলে আমরা (আওয়ামী লীগ) পার পেয়ে যাব এটা ঠিক না। এ ব্যাপারে আমাদের আরও সাবধান হতে হবে।'