তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ সম্প্রচার নীতিমালা কোনো আইন নয়। এতে শাস্তির কোনো বিধান নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত। অভিযোগ করা হয়েছে, এ নীতিমালা বাস্তবায়ন হলে গণমাধ্যমের ওপর তথ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ বাড়বে। এ অভিযোগ অমূলক।
আজ সোমবার দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বরং এ নীতিমালার মাধ্যমে সম্প্রচার মাধ্যমের ওপর থেকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গুটিয়ে নিয়ে কমিশনের হাতে অর্পণের জন্য স্বপ্রণোদিত হয়ে এ নীতিমালা গ্রহণ করা হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করার কথা বলা হলেও বাস্তবতা হলো, ক্ষমতার হাত গুটিয়ে নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সম্প্রচার নীতিমালা দিক-নির্দেশনামূলক। এর আলোকে প্রণিতব্য আইন দ্বারা গঠিত কমিশন সম্প্রচার মাধ্যম সংক্রান্ত বিষয় নিশ্চিত করবে। যতোক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে ততোক্ষণ পর্যন্ত প্রচলিত আইনই প্রযোজ্য হবে বলে।