দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন।
আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে অধিবেশন কতদিন চলবে এবিষয়ে কিছু জানানো হয়নি।
অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।