'আমি মৌসুমি দৌড়ঝাঁপ করি না। আমি সব সময় রাস্তায় থাকি। মন্ত্রী হয়েছি বলে আমাকে বসে থাকতে হবে আর ঈদের মতো সময়গুলোতে মৌসুমি দৌড়ঝাঁপ দিতে হবে- এমনটি বিশ্বাস করি না' বললেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে রোড অ্যান্ড হাইওয়ে ও ইউনিক্যাপের সৌজন্যে ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, 'কোরবানির ঈদ এখনও অনেক দেরি কিন্তু আমি বসে নেই। ঈদকে সামনে রেখে যা করা উচিত এখনই করা শুরু করেছি।'
(বিস্তারিত আসছে...)