কর্মস্থলে উপস্থিত না থাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সদরঘাটের বিআইডব্লিউ কার্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, উপ-পরিচালক (বন্দর) মো. আলমগীর হোসেন, সহকারী পরিচালক মো. সেলিম ও নয়ন শীল।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আক্কাস আলী বলেন, 'মঙ্গলবার সকালে মন্ত্রী মহোদয় আসার ব্যাপারে সকলকে বলা হয়েছে। কিন্তু এরপরও চার কর্মকর্তা অনুপস্থিত থাকায় মন্ত্রী তাদের বরখাস্তের নির্দেশ দিয়েছেন।'