মুন্সীগঞ্জের মাওয়ায় লঞ্চডুবির ঘটনায় গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির গণশুনানি মাওয়াস্থ্ পদ্মা রেস্টহাউজে অনুষ্ঠিত হয়। এ তদন্ত কমিটির প্রধান নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূর-উর রহমান, সদস্য বিআইডব্লিউটি-এর প্রকৌশলী মো. ফিরোজ আহম্মেদ, সদস্য বিআইডব্লিউটিসির প্রকৌশলী আব্দুর রহিম তালুকদার, সদস্য সচীব সমুদ্রবন্দর অধিদপ্তরের ক্যাপ্টেন জসিম উদ্দিনসহ বুয়েট, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এবং মাদারীপুর জেলা প্রশাসনের প্রতিনিধিরা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে এ গণশুনানি শুরু হয়। এ সময় দুর্ঘটনার সময় পিনাক-৬ এ থাকা চামেলি বেগম ও আবুল কালাম নামের দুই সাক্ষী উপস্থিত ছিলেন। তাদেরকে জিঞ্জাসাবাদ করে কমিটি।