বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির ওপর আস্থা না রেখে বিচারপতি অভিসংশনের ক্ষমতা সংসদে নেওয়া হচ্ছে। কোন সংসদে নিচ্ছেন এ ক্ষমতা, যেখানে জনগণের প্রতিনিধিরা বসে নেই। এ ক্ষমতা আসলে চলে যাবে আওয়ামী লীগের কাছে।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, বিচারপতি অভিসংশন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
মির্জা ফখরুল বলেন, সুপ্রিমকোর্ট আমাদের আশ্রয়ের শেষ জায়গা। অথচ সেটির ক্ষমতাই এখন সংসদে নেওয়া হচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ক্ষমতা কেড়ে নেবেন না। হিটলার, মুসোলিনি কেউ পারেন নি। কিছুক্ষণ হয়তো এভাবে ক্ষমতায় থাকতে পারবেন, বেশিক্ষণ নয়। আপনার নাম ওই সমস্ত লোকের সঙ্গে লেখা থাকবে, যারা ইতিহাসে ধিকৃত।
তিনি আরও বলেন, কেউ শান্তিতে নেই। এখনো সময় আছে নির্যাতন, গুম, খুন বাদ দিয়ে, এসব গণবিরোধী নীতিমালা বাদ দিয়ে নির্বাচন দিন, যেখানে সবাই অংশ নেবে।
এনপিপি'র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মোর্তজা, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা মহাসচিব লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।