জাতীয় সংসদের আগামী অধিবেশনেই সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আজ সোমবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি হলরুমে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত ‘আইভী রহমানের স্মরণসভা ও চলমান রাজনীতির আলোচনা সভা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সুরঞ্জিত বলেন, ১৯৭২ সালের সংবিধানে বিচারপতি অভিশংসন ক্ষমতা ছিল। পরে সেনাসমর্থিত সরকার তা বাতিল করে। পঞ্চদশ সংশোধনীতে এ ক্ষমতা ফিরিয়ে আনা উচিত ছিল। কিন্তু, কিছু স্বার্থন্বেষী মহলের কারণে তা ফিরিয়ে আসা সম্ভব হয়নি। আগামী সংসদ অধিবেশনে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হবে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির এতে হৈচৈ করার কিছু নেই। যে কোনো বিষয়ে হৈচৈ করাই তাদের রাজনৈতিক শিষ্টাচার।
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক জেলা জজ লুৎফর রহমান, সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।