চাঁদপুরের মেঘনা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় একটি মালবাহী কোস্টার ডুবে যায়। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলার পুরান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা যায়, আজ সকাল ৭টার দিকে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ৩০০ টন সিমেন্টের কাঁচামালসহ একটি কোস্টার ডুবে গেছে। চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা 'এমভি হেকমত' নামের একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে চট্টগ্রাম থেকে ঘোড়াশালগামী সিমেন্টের কাঁচামালবাহী কোস্টার 'এম ভি চিতলমারী'-এর ধাক্কা লাগলে কোস্টারটি ডুবে যায়। ডুবে যাওয়া কোস্টারে থাকা ১২ জন কর্মচারীর সকলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় এমভি হেকমতকে আটক করে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।