জামালপুরে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দুইদিন কিছুটা পানি কমার পর আবারও বাড়তে শুরু করেছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি ৩ সেন্টিমিটার বেড়ে আজ মঙ্গলবার সকালে বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল।
যমুনার পানি বাড়ায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি, মাদারগঞ্জ উপজেলার আরও অন্তত ১৫টি গ্রাম নতুন করে বন্যাকবলিত হয়ে পড়েছে। আরও ৮টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যায় এ পর্যন্ত জেলার ৭ উপজেলায় ১১৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো। সবমিলিয়ে জেলায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে।
এদিকে, একসপ্তাহের বন্যায় পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। কাজ, খাদ্য, পানীয় জলের পাশাপাশি গো খাদ্য সঙ্কট চরম রূপ নিয়েছে। দুর্গম চরাঞ্চলে চোর, ডাকাত আর সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় পানিবন্দী মানুষের রাত কাটছে আতঙ্কে । দুই লক্ষাধিক মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত মাত্র ২৪ মে.টন চাল আর ৫ লাখ টাকার শুকনো খাবার দেয়া হয়েছে।
পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী ও চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, এলাকায় ত্রাণের জন্য হাহাকার চললেও পর্যাপ্ত ত্রাণ না পাওয়ায় তারা কিছুই করতে পারছে না।
এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান জানান, আজ-কালের মধ্যে নতুন কিছু ত্রাণ বরাদ্দ দেয়া হবে।