যুদ্ধাপরাধ মামলায় আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি ও আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে গাড়ি ভাংচুর, জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে পল্টন থানার দ্রুত বিচার আইনের মামলায় ১২৯ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার কারাগারে আটক মামলার অন্যতম আসামি শিবিরের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে আদালতে না আনায় ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. তারেক মাইনুল ইসলাম ভুঁইয়া চার্জ শুনানির তারিখ পিছিয়ে দেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ম্যাজিস্ট্রেট চার্জ শুনানির তারিখ পিছিয়ে ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। ওইদিন ডা. ফখরুদ্দিন মানিককে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।