সরকারের তত্ত্বাবধানে এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষা পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন মো. ইউনুস আলী আকন্দ নামের এক আইনজীবী। আজ বুধবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদনটি দায়ের করেন।
আবেদনে বলা হয়, ২০১০ সালের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুসারে এই পরীক্ষা নেয়ার কথা কাউন্সিলের, সরকারের নয়। এছাড়া ২০১০ সালের করা শিক্ষানীতি অনুসারে এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ার কথা। কিন্তু সরকার কোনো নিয়মই মানছে না। তাই এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আবেদনে কোন কর্তৃত্ববলে সরকার এমবিবিএস ও বিডিএস পরীক্ষা পরিচালনা করে, তা জানাতে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরীক্ষা না নিতে নির্দেশনা জারির আবেদন করা হয়।
রিটে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।