চ্যানেল আই’র জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪নং পূর্ব রাজাবাজারের নিজ বাসায় তাকে হত্যা করে দুর্বৃত্তরা।
রাতে পুলিশ তার বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।