যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট সীমান্ত থেকে ভারতীয় সীমান্তক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা খোকন (২৮) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে ধরে নিয়ে গেছে।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খোকন অগ্রভুলোট গ্রামের আরশাদের ছেলে।
জানা গেছে, আজ ভোরে ইছামতি নদী পার হয়ে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন খোকনসহ কয়েকজন গরু ব্যবসায়ী। এসময় বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদের মধ্যে খোকনকে ধরে মারধর করে। একপর্যায়ে তিনি পালানো চেষ্টা করলে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে খোকন মাটিতে লুটিয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে ভারতের ঝাওডাঙ্গা বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে যায়। এসময় তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হন।