জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার সঙ্গে খন্দকার মুশতাক ও জিয়াউর রহমান জড়িত। এ ঘটনায় সঙ্গে জাসদের কোন সম্পর্ক নেই।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসাপতালে ডায়রিয়া পরিস্থিতির খোঁজ খবর নেয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া উপায়ান্তর না দেখে মিথ্যাচার করে জনগণকে সঠিক ইতিহাস থেকে সরিয়ে আনার অপচেষ্টা চালাচ্ছেন।” তিনি খালেদা জিয়াকে খুনের পথ, চক্রান্তের পথ, ষড়যন্ত্রের পথ ও মিথ্যা ইতিহাস চর্চার পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানান। “তা না হলে তাকে (বেগম জিয়া) ইতিহাসের আস্তাকুঁড়ে যেতে হবে বলে জানান হাসানুল হক ইনু।”
তথ্যমন্ত্রী বলেন, “মহাজোট সরকার থাকবে, না কি থাকবে না, সেটি খালেদা জিয়ার ইচ্ছায় নয়, ১৬ কোটি মানুষের ইচ্ছায় হবে। আমরা জনগণের সেবা করছি।”
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী আরও বলেন, “নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করুন। আন্দোলন তো দূরের কথা নিজে ও ছেলের দুর্নীতি ও খুনের মামলা থেকে নিজেদের কিভাবে বাঁচাবেন তার জন্য ব্যারিস্টার উকিল ধরুর।”
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. আজিজুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।