দুই শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চটি উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে-এটা বলা উচিত নয় বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জাহাজ নির্মাণ ও রিসাইক্লিং শিল্পে সাফল্য ও অর্থনীতিতে বাংলাদেশ ৫ম শক্তি মূল্যায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, পিনাক-৬ উদ্ধার কাজে আমরা ব্যর্থ হয়েছি একথা বলা উচিত নয়। কারণ আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পদ্মা নদীতে লোহার একটা কিছু শনাক্ত করতে পেরেছিলাম। কিন্তু অতিমাত্রায় স্রোত থাকায় ডুবুরিরা নদীতে নামতে সাহস পায়নি।
লঞ্চডুবি নিয়ে অনেকেই রাজনীতি করছেন উল্লেখ করে শাহজাহান খান বলেন, বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়ে বলেছে, সরকার এই লঞ্চ ডুবিয়েছে। আমার প্রশ্ন হল, সরকার কীভাবে ডুবাবে?
গত পাঁচ বছরে বাংলাদেশ জাহাজ শিল্পে অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, বর্তমানে ডেনমার্ক, জার্মানিসহ পৃথিবীর অনেক বড় বড় দেশ আমাদের দেশ থেকে জাহাজ ক্রয় করছে। অথচ কয়েক বছর আগেও তাদের কাছ থেকে আমাদের জাহাজ কিনতে হতো।
সভায় আরো উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় প্রমুখ।