ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাতিলের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ জানান, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে আসার পর দলীয়ভাবে লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীর বক্তব্য দেওয়ার খবর পাওয়ার পরে মন্ত্রিপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছিলেন এবং অব্যাহতি দেন।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি আরও বলেন, মেক্সিকোতে তথ্য ও প্রযুক্তিতে সাফল্যের জন্য সরকারের পক্ষ থেকে একটি পুরস্কার নেওয়ার কথা ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর। কিন্তু ওই পুরস্কার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গ্রহণ করেছেন। এ থেকেই প্রমাণিত হয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ইতোমধ্যেই কার্যকর হয়েছে।
লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একক কোনো সিদ্ধান্তের বিষয় নয়। প্রধানমন্ত্রী তথা দলীয় সভাপতি দেশের বাইরে আছেন। তিনি আসলে বা ওয়ার্কি কমিটিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর ২০১৪/আহমেদ